ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রীতির জাগ্রত চেতনা বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না।(১২ অক্টোবর, ২০২৪) শনিবার দুপুরে ঢাবির জগন্নাথ হলে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শতাব্দীর প্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে এবং এর দরজা কখনো বন্ধ হয়নি। তিনি উল্লেখ করেন, "আমরা একে অপরের ধর্ম ও পরিচয়ে বিভিন্নতা থাকা সত্ত্বেও একই ভূখণ্ডের অধিবাসী।"
তিনি বলেন, "এ উৎসব আমাদের ঐশিক চিন্তা জাগ্রত করেছে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যে বিভেদ তৈরি করা হয়েছে, তা আমরা আর মেনে নেব না।"
রিজভী আরো বলেন, "হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসব সম্প্রদায়ের মানুষ মিলে দুর্গাপূজার উৎসবকে আরও উন্মুক্ত ও প্রাণবন্ত করতে পাহারা দিচ্ছেন যাতে কোনো কুচক্রী মহল নিজেদের উদ্দেশ্য সাধন করতে না পারে।"
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।