আজ (১৩ অক্টোবর, ২০২৪) রবিবার , দুর্গাপূজা উদযাপনের শেষ পর্ব হিসেবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
শোভাযাত্রার রুট হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট বটতলা, সরকারি কর্মচারী হাসপাতাল, পুলিশ হেডকোয়ার্টার্স, নগর ভবন, গোলাপশাহ মাজার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান, নবাবপুর লেভেল ক্রসিং, নবাবপুর রোড, মানসি হল ক্রসিং, রথখোলার মোড়, রায়সাহেব বাজার মোড়, শাঁখারীবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট বাটা ক্রসিং, পাটুয়াটুলি মোড় হয়ে ওয়াইজঘাটে এসে শেষ হবে।
নিরাপত্তার জন্য ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন ইউনিট মোতায়েন থাকবে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ ও তিনটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম এবং সোয়াট দলও প্রস্তুত থাকবে।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময় ও রুট অনুসরণ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।