স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসান দেশে ফেরার ব্যাপারে কোনো বাধার কথা বলেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

আসিফ মাহমুদ বলেন, “সাকিব একজন ক্রিকেটার এবং বাংলাদেশের নাগরিক। তার দেশে আসার ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না।” তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের প্রসঙ্গে যে আলোচনা হচ্ছে, তা আবেগের বিষয়। “গণতান্ত্রিক দেশ হিসেবে সকলের মতামত জানানোর অধিকার রয়েছে,” বলেন তিনি।

 

তবে আসিফ মাহমুদ এ বিষয়ে নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, ক্রিকেটারদের নিরাপত্তা যেন কখনো হুমকির মুখে না পড়ে। আইনগত কোনো সমস্যা থাকলে তা আইন অনুযায়ীই সমাধান হবে।” তিনি দক্ষিণ আফ্রিকার সফরের আগে দেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো রাখতে সবার প্রতি আহ্বান জানান।

 

গত ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার পর থেকে দেশে ফেরেননি সাকিব। এই সময় বাংলাদেশ ক্রিকেট দলের কোনো খেলা না থাকলেও ভারত সিরিজ চলাকালীন তিনি কানপুরে অবসরের ঘোষণা দেন। সাকিবের দেশে ফিরে আসা নিয়ে নানা আলোচনা চলছে। যদি সব কিছু ঠিক থাকে, তবে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া ম্যাচটি হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

 

সাকিব দেশের মধ্যে যথেষ্ট নিরাপত্তা চান, পাশাপাশি তিনি চান যেন বিদেশে যাওয়ার সময় তাকে কোনো ধরনের বাধার মুখোমুখি হতে না হয়। মিরপুর টেস্ট শুরু হবে আগামী ২১ অক্টোবর, যা সাকিবের জন্য একটি বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে।

 

ক্রিকেট বিশ্বে সাকিবের অবদান ও জনপ্রিয়তা তাকে দেশে ফেরার বিষয়ে জনমত তৈরি করেছে। আশা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং শেষ টেস্টের মাঠে নিজেদের পরিচিতির স্বাক্ষর রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *