ঢাকা: র্যাব-১০ আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের চল্লিশ (৪০) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ।
গত (১২ অক্টোবর ২০২৪)শনিবার তারিখে রাত ১০:৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি পিকআপ আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, চালক ও অপর ব্যক্তি পিকআপের ভিতরে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন।
তল্লাশির পর পিকআপের ড্যাসবোর্ডের ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন: মো. শাহ আলম (৩৫) ও মো. সাইদুল ইসলাম (৪০)।
র্যাব-১০-এর কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও অপরাধমূলক কার্যকলাপ নির্মূলে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।