ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। গণঅভ্যুত্থানের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দলের অন্যান্য নেতাকর্মীরাও দেশে সক্রিয় রয়েছেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, “বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি চিকিৎসার জন্য লন্ডনে আসবেন এবং আশা করছি শিগগিরই দেশে ফিরবেন।”
এদিকে, তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেন, “আইনের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা আছে। তিনি চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক, তাই উপযুক্ত সময়ে দেশে ফিরবেন।”
২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণের পর থেকে ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।