চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার (১২ অক্টোবর,২০২৪) দিবাগত রাত ১২টা থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার সময় দেশের সব নদ-নদী ও সাগরে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযানও পরিচালিত হবে। চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় জেলেদের নদীতে নামার উপর নিষেধাজ্ঞা থাকবে।
নিষেধাজ্ঞা ভঙ্গ করলে এক বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। এদিকে, চাঁদপুর নদীর পাড়ের অর্ধলক্ষাধিক জেলে এ সময়ে পরিবার-পরিজনের ভরণ-পোষণের চিন্তায় রয়েছেন।
জেলেরা সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হবে। জেলেদের খাদ্য সহায়তার জন্য শুধুমাত্র চাল বরাদ্দ দেওয়া হয়েছে।”
এভাবে জেলেরা খাদ্য সহায়তা পাবে, তবে তাদের জন্য আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করা হবে।