মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান আতাউর রহমানকে জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারের দুইদিন আগে (১০ অক্টোবর) পলাতক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গুদামে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

শনিবার (১২ অক্টোবর) সকালে আতাউর রহমানকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামী আতাউর রহমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক এমপি মো. জিল্লুর রহমানের ছোট ভাই।

জানা যায়,গতকাল শুক্রবার রাত ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আতাউর রহমান র‍্যাব গ্রেপ্তার করেছে থানায় হস্তান্তর করেছে। তাঁর বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুমেন বলেন, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে মৌলভীবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *