ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম শনিবার (১২ অক্টোবর) সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের দীর্ঘসূত্রতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের জন্য সরকারের সহযোগিতায় কেন এত দেরি হচ্ছে, তা নিয়ে তার ক্ষোভের কারণ।
সারজিস তার পোস্টে বলেন, “যারা জীবন ও রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের চিকিৎসা এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রতা কেন? আপনারা যদিনা পারেন, তবে আমাদের দায়িত্ব দিন।”
এখন পর্যন্ত তার পোস্টে আড়াই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। মন্তব্যগুলোতে বিভিন্ন ব্যবহারকারীরা সরকারের কার্যকলাপের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। নূর মো. মির্জা নামে একজন মন্তব্য করেছেন, “দুঃখজনক যে এখনও তাদের চিকিৎসা চলছে; উন্নত মানের হাসপাতালে চিকিৎসা হলে তারা আরও আগে সুস্থ হয়ে উঠতে পারত।”
আরিফ হাসান আফজাল নামের একজন মন্তব্যে বলেছেন, “যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন, তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।”
অন্যদিকে, আকলিমা আলী নামে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। গত ১৫ বছরে কিছু শিক্ষা তো পেয়েছি। সকলের সচেতন হওয়া উচিত যেন আর কেউ আমাদের ভাড়াটে মনে না করে।”
সারজিস আলমের পোস্টের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি-কর্মী এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন, যা সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা সৃষ্টি করছে।