ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী ও পুলিশ দিয়ে উৎসব পালন করতে হয়।এমন সমাজ চাই যেখানে, সব সম্প্রদায় ও নাগরিকের সমান অধিকার থাকবে। (১২ অক্টোবার,২০২৪)  শনিবার ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবল্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা দুর্গাপূজা উপলক্ষে  হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

মহানবমীর দিন দেবী দুর্গার বিদায়ের সুরে ভারাক্রান্ত হবে প্রতিটি মণ্ডপের পরিবেশ। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, এই উৎসব বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী দিয়ে শুরু হয়েছে এবং রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *