ডেস্ক রিপোর্ট: আজ শনিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো: নাহিদ ইসলাম সম্মাননা গ্রহণ থেকে বিরত থাকলেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্চে বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রফেসর কমলেশ চন্দ্র দাস ও অভ্যুত্থানবিরোধী কলাম লেখক ড. শফিকুর রহমানকে সম্মাননা দেয়ার পর শিক্ষার্থীদের তীব্র প্রশ্নের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর নাহিদ ইসলাম উন্মুক্ত প্রশ্নের উত্তর দিতে আসেন। এ সময় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম এবং গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী নাইম তার কাছে কিছু প্রশ্ন করেন। রাইসুল ইসলাম বলেন, “এ মঞ্চে উপস্থিত যারা আওয়ামী লীগের দোসর, তাদের সম্মাননা দেয়া হলো। আমরা এটা মেনে নিতে পারি না।”

উত্তর দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি এসেছেন। আমার আবেদন থাকবে যাতে তিনি এসব বিষয় গুরুত্বের সাথে দেখেন। যারা স্বৈরাচারের দোসর, তাদের সম্মাননা দেয়া হয়েছে, তাই আমি এটি গ্রহণ করছি না।” শিক্ষার্থীরা তার এই অবস্থানের জন্য তাকে করতালি দিয়ে অভিনন্দন জানান।

এদিকে, অভিযুক্ত ড. শফিকুর রহমান মাইকের সামনে এসে বলেন, তার কলাম আন্দোলনের বিপক্ষে ছিল না এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার কারণে তিনি সম্মাননা স্মারক প্রত্যাহার করে নেন। অনুষ্ঠান শেষে, নাহিদ ইসলাম মঞ্চ ছাড়ার পর অভিযুক্ত শিক্ষকরা একত্রিত হয়ে মঞ্চ ত্যাগ করেন।

এ ঘটনায় উপস্থিত অন্যান্য শিক্ষকদের মধ্যে আলোচনা হয়, তারা মনে করেন ডিন হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হওয়া হলেও তাদের মঞ্চে ওঠা ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *