নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্কারের ভূমিকা” শীর্ষক সেমিনার ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। হক ভয়েসের প্রতিষ্ঠাতা কর্ণেল (অবঃ) আবদুল হক, এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী সরদার শামস আল মামুন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক। সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পন।

সেমিনার শেষে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। হুইল চেয়ার গ্রহণ করেন মো. মোতালেব ফরাজী, রাজিয়া সুলতানা, মো. মাসুম, এবং অন্যান্যরা। সেলাই মেশিন গ্রহণ করেন আমেনা আক্তার রানু, মীম আক্তার, ও নাসরিন নাহার।

অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *