নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে শনিবার (১২ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, অপরাধ করলে কাউকে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধে শারদীয় দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দেন।
আইজিপি বলেন, “যারা অপতৎপরতা চালাতে চায়, তাদের সংখ্যা খুবই কম। যদি আমরা একতাবদ্ধ থাকি, তবে তারা কোনোভাবেই সফল হবে না। গতকাল যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, “যারা অপরাধ করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে আসা সকল অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হবে।”
ময়নুল ইসলাম আরও জানান, পূজার পর ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক সংক্রান্ত কার্যক্রমের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। তিনি বলেন, “আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের তথ্য আমাদের জানান। এটা যদি সেনসেটিভ হয়, তবে পরিচয় গোপন রেখেও জানান। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আইজিপি বলেন, “আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। বাংলাদেশকে এগিয়ে নিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
এ সময় ঢাকা মহানগর কমিশনার মাইনুল হাসান এবং মন্দির কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।