ঢাকা, (১১ অক্টোবর, ২০২৪)শুক্রবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আঞ্চলিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মিলিত হন। অপরদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে দলের নেতারা বৈঠক করেছেন।
বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও উল্লেখ করেন, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তিনি বাংলাদেশে অন্তর্বতী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেন, বিশেষ করে কর্মীদের প্রশিক্ষণ এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের জন্য।
দুই দলের নেতৃবৃন্দ বাংলাদেশের জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সিপিসি ও চীনা জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং পার্টি-টু-পার্টি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষ ২০২৫ সালে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করার বিষয়েও আলোচনা করেন।