সিলেট: শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে সিলেট মহানগরীতে ০৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, পূজামন্ডপ ও আশেপাশে কোনো ধরনের মাদক দ্রব্য বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূজা উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *