শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, এবং ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবুল বাসার।
গত (৯ অক্টোবর,২০২৪) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। উপ-উপাচার্যের মেয়াদ হবে ৪ বছর, এবং তিনি একই সময়ে তার বর্তমান বেতন ও সুবিধা পাবেন।
এদিকে, পূর্ববর্তী ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম পদত্যাগ না করায় তাকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ১২(১) ও ১৩(১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনে এই আদেশ বাস্তবায়ন করা হয়েছে।