আজ (১১ অক্টোবর, ২০২৪) শুক্রবার রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের ঘটনায় হাতাহাতির ফলে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুল লতিফ (৪৬), মোঃ কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) এবং বাঁধন (২০)।
(১০, অক্টোবর, ২০২৪)বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে হাতাহাতির সময় গুরুতর আহত হন তানজিল জাহান ইসলাম তামিম (৩৩)। তাকে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।