ডেস্ক রিপোর্ট: মায়ানমার নৌ বাহিনীর হাতে আটক ৬টি মাছ ধরার বোট ও ৫৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ অক্টোবর টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপ জেটি থেকে ৬টি মাছ ধরার ট্রলার ৫৮ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। ৯ অক্টোবর, সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় তারা ভুলবশত মায়ানমার জলসীমায় প্রবেশ করে। এসময় মায়ানমার নৌ বাহিনীর একটি টহল স্পিড বোট তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়, যাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়।

মায়ানমার নৌ বাহিনী পরে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ট্রলারসহ আটক করে নিয়ে যায়। বিষয়টি অবগত হয়ে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

কোস্ট গার্ড মায়ানমার নৌ বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে আটককৃত জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ১টি ট্রলার ১১ জন জেলে (১ জন মৃত) কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সহায়তায় শাহপরী দ্বীপ জেটিতে পৌঁছায়। অপর ৫টি ট্রলার ৪৭ জন জেলেকে নিয়ে বিসিজিএস তাজউদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং পরে কোস্ট গার্ড কর্তৃক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রমের দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির উদাহরণ দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *