রাজশাহী প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
১১ অক্টোবর শুক্রবার মহানগরীর বারদা কালি মাতার মন্দির, বৈষ্ণব সভা মন্দির, টাইগার ক্লাব মন্দির, রাজারহাতা কালিমাতা মন্দির, রাজারহাতা শিবমন্দিরসহ শহরের বেশ কিছু মন্দির তিনি পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামন্ডপসমূহের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।