দুদকের ( দুর্নীতি দমন কমিশন) নির্বাচিত ১৫ জন কর্মকর্তার জন্য আয়োজিত তিন দিনব্যাপী উচ্চতর গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা সফলভাবে শেষ হয়েছে। কর্মশালায় টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান এবং আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম অংশগ্রহণ করেন।
প্রথম দিনে তত্ত্বীয় প্রশিক্ষণ শেষে, অংশগ্রহণকারীরা দ্বিতীয় দিনে তিনটি দলে বিভক্ত হয়ে নির্ধারিত বিষয়ে ধারণাপত্র ও চেকলিস্ট প্রস্তুত করেন এবং মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন অফিস থেকে সুশাসনের চ্যালেঞ্জের তথ্য সংগ্রহ করেন। তৃতীয় দিনে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই ও বিন্যাস করে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রশিক্ষণের শেষ দিনে দুর্নীতির তথ্য উদঘাটনে ওপেন সোর্স ডেটা ব্যবহারের ওপর একটি সেশন অনুষ্ঠিত হয় এবং পরে সনদপত্র বিতরণ করা হয়।
এ কর্মশালাটি টিআইবির সঙ্গে চলমান সমঝোতা স্মারকের আওতায় দুদক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।