১০ অক্টোবর ২০২৪ আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
গতকাল রাতে র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিলের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. কামরুল হাসান @ রবিন (২৯)
২. মো. সেলিম মোল্লা (৩৫), (মাইক্রোবাসের চালক)
৩. মো. ফারাবী ইসলাম (২৫)
এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন এবং ১১,০০০ টাকা উদ্ধার করা হয়।