চট্টগ্রামে জেএম সেন হল পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনার ঘটনায় একজন গ্রেপ্তার
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে ইসলামি গান পরিবেশনের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ঘটনার সূত্রপাত ঘটে যখন বৃহস্পতিবার কয়েকজন ব্যক্তি পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন করে। ওই গানগুলোর খণ্ডাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হিন্দু ধর্মাবলম্বী ও নেটিজেনদের মধ্যে প্রতিবাদ শুরু হয়।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ দুঃখপ্রকাশ করে জানায়, এই ঘটনার জন্য সজল দত্তকে কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
এদিকে, ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ উঠলেও সংগঠনটি এ দাবি অস্বীকার করেছে। ছাত্রশিবিরের নেতা ফখরুল ইসলাম জানান, তাদের সংগঠনের কেউ ওই পূজামণ্ডপে উপস্থিত ছিল না এবং তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।