হিলি প্রতিনিধি: দিনাজপুরে হিলিতে জাতীয়বাদী তাঁতী দল হাকিমপুর পৌর শাখার আয়োজনে ৪ নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) বিকেল ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর পৌর তাঁতী দলের সভাপতি আহসান হাবিব রাজু’র সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হাকিমপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সানাউল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য জয়নাল আবেদীন লিটন সহ তাঁতীদলের সকল পর্যায়ে নেতাকর্মীরা।

বক্তব্যে নেতা কর্মীরা বলেন বিগত ১৭ বছর পর আমরা তাঁতী দল উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। আজকের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে হাকিমপুর পৌর তাঁতী দল বড় ভূমিকা রাখবে বলে মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *