বিনোদন ডেস্ক: তরুণ পরিচালক রায়হান রাফি নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই সিরিজে যুক্ত হচ্ছেন একঝাঁক তারকা, তবে দীঘি আলাদা একটি সিরিজে কাজ করতে যাচ্ছেন রাফির সঙ্গে। কিছুদিন আগে দীঘি রাফির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, কিন্তু এবার তিনি দ্বন্দ্ব ভুলে রাফির সিরিজে কাজ করতে রাজি হয়েছেন।
দীঘি জানিয়েছেন, “এটা নিয়ে আমি বিস্তারিত কিছুই বলতে পারব না। সেটা রাফিই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই।” নাম ঠিক না হওয়া সিরিজটির শুটিং জুলাই-আগস্টে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনও নির্ধারিত হয়নি।
সিরিজটিতে নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানাতে চাননি। পরিচালক রাফি বর্তমানে ‘ব্ল্যাক মানি’র শুটিংয়ে ব্যস্ত, যেখানে পূজা চেরি, রুবেল, পাভেলসহ অনেকেই কাজ করছেন। ‘ব্ল্যাক মানি’ শেষ হলে রাফি কলকাতার জিৎ ও ঢাকার শরিফুল রাজের সঙ্গে ‘লায়ন’ নিয়ে কাজ করবেন।