চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১,৮০০ পিস ইয়াবাসহ একজন মাদককারবারি গ্রেফতার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ সাব্বির হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার জনাব মোস্তফা কামালের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ শরীফ ও পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আজ (০৮/১০/২৪) মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজা খালি নতুন চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জাবেদ (৩২) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।