আসন্ন শারদীয় দুর্গাপূজা-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অফিসার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
(৭ অক্টোবর ২০২৪)সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজায় ডিএমপির বিভিন্ন বিভাগের দায়িত্ব পালনকারী অফিসারদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান । ডিএমপি কমিশনার ব্রিফিংয়ে উপস্থিত অফিসারদের শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।