ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ কতৃক মহানবী হজরত মুহাম্মদ সাঃ কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ জমইয়াতে যুব ও ছাত্র হিযবুল্লাহ ঠাকুরগাঁও। প্রতিবারই মুসলিম উম্মার নয়নমণি হযরত মোহাম্মদ সাঃ কে কটুক্তি করে তাকে অপমান করে বিশ্বের মুসলমানদের আঘাত করে।
এসময় বক্তারা বলেন, এবার যদি এই পুরোহিত রামগিরি মহারাজ কুলাঙ্গারে শাস্তির ব্যবস্থা না করে তাহলে লংমার্চ হবে ভারতে। ভারত সবসময় মুসলমানদের ধর্মের উপর আঘাত হানে, তারা মুসলমানদের উপর বর্বর হত্যাকাণ্ড চালায়, তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে। বিশ্বের বুকে সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ ভারত, তাহলে তারা কেন মুসলমানদের প্রতি এমন আচরন করে। বক্তারা হুশিয়ার দিয়ে বলেন অতি শিগগিরই যেন এই সাংসদকে অপসারন করে তার শাস্তির ব্যবস্থা করেন, তা না করা হলে এবার প্রতিবাদ হবে রক্ত দিয়ে।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শাখার জমইয়াতে যুব ও ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা সুফি আবদুল গনি, মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মহিউল ইসলাম, খাদেমুল ইসলাম সহ, রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিকগন সহ আরো অনেকে।