নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশের বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ডিম, মুরগি, মাছ এবং পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতিতে বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রবিবার (৬ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, “অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি।” তিনি জানান, বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে এবং এটি শীঘ্রই মাঠে নামবে।
আসিফ মাহমুদ তার পোস্টে বর্তমান পরিস্থিতি তুলে ধরার পর, তা নিয়ে ৬০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক ব্যবহারকারী টাস্কফোর্সের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মওদুদ সুজন নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “টাস্কফোর্স দিয়ে কি কাজ হবে? যারা সিন্ডিকেট করছে, তারা পণ্য সরবরাহ বন্ধ/বিঘ্ন ঘটালে সেটার বিকল্প কি?” অন্যদিকে, জয়নাল আবেদীন লিখেছেন, “বাজার মনিটরিং ভালোভাবে করতে হবে।”
বর্তমানে খোলা বাজারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচসহ সব সবজির দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম বর্তমানে ৪০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে, যা বাজারের জন্য একটি রেকর্ড। এর পাশাপাশি, ধনেপাতার দামও বাড়ছে, বর্তমানে প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, যা দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকায়।
সরকারের তরফে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার এই উদ্যোগকে স্বাগত জানানো হলেও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আশা করা হচ্ছে, টাস্কফোর্স শীঘ্রই মাঠে নামলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসবে এবং ভোক্তাদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।