দেশের রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (৫ অক্টোবর,২০২৪) রাত ৯ টায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয়।

আজকের বাংলা নিউজের  পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো : ‘আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।’

এ পোস্টের মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার প্রত্যয়  ব্যক্ত করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। মূলত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনে রূপ নেয়। পরে ঘটে এই অভ্যুত্থান, যার রেশ এখনো পুরোপুরি কাটেনি।  এ ছাড়া আওয়ামী সরকারের আমলের বিভিন্ন মন্ত্রী-এমপির বিরুদ্ধে পাওয়া গেছে নানা দুর্নীতির অভিযোগ।

ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এ ছাড়া শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরোনো দল আওয়ামী লীগ কার্যত পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দেশে থাকা তৃণমূলের নেতাদের পাশে দাঁড়াবেন এমন কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

আওয়ামী লীগের প্রতিপক্ষরা বলছেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশের  রাজনীতিতে ফেরার সুযোগ  দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *