আজ (০৫ অক্টোবর ২০২৪) শনিবার  বেলা ১১ঃ৩০ টায় বরিশাল মহানগরীর সামগ্রিক যানজট নিরসনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ  (বিএমপি) সদর দপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি’র)  কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সাথে মতবিনিময় কালে এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত অফিসার ফোর্সদের শতভাগ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে বরিশাল মহানগরীকে যানজট মুক্ত করতে হবে।

এছাড়া তিনি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করেন।

উল্লেখ্য যে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় গৃহীত কার্যক্রমের সুফল ইতোমধ্যে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দৃশ্যমান।

এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বিএমপি কমিশনার মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাব রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *