আগামী শিক্ষা বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই হাতে তুলে দেয়ার বাধ্যবাধকতা থাকায় পাঠ্যবই দ্রুত পরিমার্জন করার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ কারণে ‘কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে’ বলে মন্তব্য করেন তিনি।

আজ (৫ অক্টোবর) রাজধানীর সচিবালয় সংলগ্ন ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র দুই-তিন সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়ত কিছু ভুলভ্রান্তি থেকে যাবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা আমূল পাল্টে দেওয়া হচ্ছে। মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ। মূল্যায়ন পদ্ধতি অনেকটাই জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর মত হবে।

গত ১লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিপত্রে বলা হয়, নানা সমস্যার কারণে জাতীয় শিক্ষাক্রম-২০২২সনের শিক্ষানীতি ‘বাস্তবায়নযোগ্য নয়’।

এই শিক্ষাক্রম বাস্তবায়নের বাধা হিসেবে শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবের কথা বলা হয়েছ।

সিদ্ধান্ত হয়েছে, পাঠ্যক্রম সংশোধন ও পরিমার্জন করে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এবং আগামী বছর থেকে পাঠ্যবইয়ে পরিবর্তন আসবে।

এর অংশ হিসেবে এনসিটিবির প্রকাশিত বিনামূল্যের প্রণয়ন করা ও ছাপানো সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ে একটি ১০ সদস্যের কমিটি করা হয়েছিল। ওই কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে আলোচনা-সমালোচনা হলে দুই সপ্তাহ পর কমিটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষা উপদেষ্টা বলেন, সরকারের রাজস্ব আয় আন্তর্জাতিক মানদণ্ডের নিম্ন পর্যায়ে থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয়ও অনেক কম। তারপরও সরকারি ব্যয়, অপচয়, দুর্নীতি কমানো গেলে এসব খাতের ব্যয় বাড়ানো সম্ভব। সে চেষ্টা এক দিনে হবে না, কিন্তু আমরা শুরু করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে শিক্ষকদের বেতন অনেক কম। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দূরে গিয়ে চাকরি করছেন। এসব সমস্যার সমাধান পুরোপুরি না হলেও আংশিক সমাধানে কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *