আজ  শেখ হাসিনার পতনের দুই মাস পূর্ণ হলো  (৫  অক্টোবর, ২০২৪)শনিবার । ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আগস্ট মাসের ৫ তারিখ  তিনি পদত্যাগ করে পালিয়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

এ গণঅভ্যুত্থান সফল করতে দেশের  অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন  । আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন কয়েক হাজার  ছাত্র-জনতা।

গত জুলাইয়ের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের একপর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়।

কোটা সংস্কার আন্দোলন দমন করতে সরকারি নির্দেশে পাখির মতো গুলি করে মারা হয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের। একপর্যায়ে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান কর্তৃত্ববাদী শেখ হাসিনা। যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনামলের অবসান ঘটে।

সরকার পতনের পর গত দুই মাসে প্রশাসন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্থিক খাতসহ নানা পর্যায়ে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রক্রিয়া চলছে বিভিন্ন অঙ্গনে।

এর আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ ঘোষণা করেন। পতিত সরকারের ইশারায় দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়ে ২০২০ সাল থেকেই কারান্তরীণ ছিলেন তিনি।

উল্লেখ্য, প্রশাসনে  সংস্কারের  অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত আমলাদের পদোন্নতি দিয়ে সামনের দিকে নিয়ে আসা হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয়েছে কয়েকটি জেলার প্রশাসককে। এসব জায়গায় পদায়ন করতে ফিট লিস্ট তৈরি করা হচ্ছে। বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিয়মিত গ্রেপ্তার অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত থেকেই সারা দেশে একযোগে যৌথ অভিযান শুরু করেছে যেটি এখনো চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *