সেনা বাহিনী ও দারুস সালাম থানা পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হোসাইন, মোঃ রিফাত ওরফে নিপু, মোঃ সোহান ও মোঃ নাইম। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি সুইস গিয়ার চাকু, ৬টি মোবাইল ও ১২ টি ব্যাটারি জব্দ করা হয়।
(৩ অক্টোবর ২০২৪ )বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ টায় দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।