বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় স্থায়ী কমিটির স্থায়ী সদস্য ড. আব্দুল মঈন খানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।সদস্য সচিব করা হয়েছে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে । দলের সহ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটিতে ১ নাম্বার সদস্য হিসেবে আছেন—সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এছাড়াও কমিটিতে অন্য যারা আছেন – বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আবদুস সাত্তার পাটোয়ারী।