স্বাগতিক হিসেবেই ২০১৪ সালে বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। সেবার পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছিল টাইগ্রেসরা।

পরের ৪ বিশ্বকাপে আরও ১৬টি ম্যাচ খেলেছেন সালমা-জাহানারা। তবে আসেনি কাঙ্ক্ষিত জয়। এবার বৈশ্বিক এই মহারণের নবম আসরে এসে নিজেদের ১০ বছরের জয়খরা কাটাল বাংলাদেশ।

আজ (৩ অক্টোবর) শারজায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে বাংলাদেশ। জবাবে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটিশরা। এতে ১৬ রানের জয় দিয়েই বিশ্বমঞ্চে নিজেদের মিশন শুরু করল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *