হিজবুল্লাহর অতর্কিত হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সময় আরও ১৮ সেনা আহত হয়েছেন।

আজ (২ অক্টোবর) ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় ওডাইসা এলাকায় হামলাটি সংঘটিত হয়েছে।

আর হিজবুল্লাহর বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, লেবাননের সীমান্ত শহর মারুন আল-রাসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে তারা কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে।

অপরদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের একটি সৈন্যদল লেবাননের দক্ষিণ এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে। হামলায় অনেক ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন। পরে চারটি হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *