পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ফের ৩ দিন বাড়িয়েছে প্রশাসন।
নতুন সিন্ধান্ত অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। আজ (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
শিরীন আক্তার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিন্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা জারি করে।