গতকাল(২৯ সেপ্টেম্বর,২০২৪) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ কর্তৃক গুলশান ও বনানী এলাকায় নগরীতে যানজট নিরসনে ও নগরবাসীর স্বাচ্ছন্দে হাঁটাচলার সুবিধার জন্য রাস্তার উভয়পাশের ফুটপাত দখল করে থাকা অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বনানী এলাকায় ১৭ নং রোডে বনানী মসজিদ থেকে স্টার কাবাব পর্যন্ত ও বনানী ৮ নম্বর রোড এলাকায় এবং গুলশান এলাকার পিংক সিটির পাশে গুলশান ১০৩ নম্বর রোডে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।
ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীকে স্বস্তি দিতে ডিএমপির অভিযান চলমান থাকবে।