গলে সিরিজের দ্বিতীয় টেস্টে ফলো-অনের লজ্জায় পড়ে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে লঙ্কানদের ৬০২ রানের জবাবে প্রভাত জয়াসুরিয়ার ঘূর্ণিতে মাত্র ৮৮ রানে অলআউট হয় কিউইরা। এরপর ৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নেমে ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। তবে তৃতীয় দিনের শেষ দিকে কিছুটা স্বস্তি অনুভব করছে নিউজিল্যান্ড।

ষষ্ঠ উইকেটে টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসের ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ উইকেটে ১৯৯ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। ব্লান্ডেল ৪৭ আর ফিলিপস ৩২ রানে অপরাজিত আছেন। এখনও শ্রীলঙ্কা থেকে ৩১৫ রান পিছিয়ে নিউজিল্যান্ড।

ফলোঅনে ব্যাটিংয়ে নেমে ৬ বলে ০ রানে আউট হন ওপেনার টম লাথাম। দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি করেন ডেভন কনওয়ে ও কেইন উইলিয়ামসন। তবে ৬২ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার কনওয়ে।

৫৮ বলে ৪৬ রান করে উইলিয়ামসনও পেইরিসের শিকার হন। এ ছাড়া ড্যারিল মিচেল মাত্র ১ এবং রাচিন রাবিন্দ্র ২৪ বলে ১২ রান করেন।

এর আগে, প্রথম ইনিংসে কিউইদের একাই ধসিয়ে দেন শ্রীলঙ্কার স্পিন আক্রমণের অন্যতম ভরসা প্রভাত জয়সুরিয়া। ৬ উইকেট নেন এই ঘূর্ণি জাদুকর। বিপরীতে ৪২ রান খরচ করেছেন। এ ছাড়া অভিষিক্ত অফস্পিনার নিশান পেইরিস শিকার করেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে নয় নম্বরে নামা মিচেল স্যান্টনারের কাছ থেকে কিউইদের ধসে পড়া ইনিংসে সর্বোচ্চ লড়াই এসেছে। ২৯ রান করেন তিনি। তবে টপ-অর্ডারের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *