উৎপাদনে ঘাটতি পুষিয়ে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় ছুটির দিনও চালু রয়েছে পোশাক কারখানাগুলো। চলছে উৎপাদন। কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা।

আশুলিয়ায় আজ (২৭ সেপ্টেম্বর) খোলা রয়েছে ১৫০টির বেশি তৈরি পোশাক কারখানা। উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে কারখানাগুলো চালু রাখা হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানি কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএয়ের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান, আশুলিয়ায় ১ হাজার ৮৬৩টি কারখানায় কাজ করেন ৯ লাখ ৮০ হাজার শ্রমিক। স্বাভাবিক কারণেই এই শিল্পাঞ্চলের দিকে সবার দৃষ্টি থাকে। দাবি-দাওয়া মেনে নেওয়ায় এখন সবাই একযোগে দেশের উন্নয়নে কাজ করবেন।

বিভিন্ন কারখানার ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রপ্তানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতিতে শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। শ্রমিক-মালিক উভয়ের সম্মতিতেই শুক্রবার চালু রয়েছে দেড় শতাধিক কারখানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *