আগামী কাল (২৭ সেপ্টেম্বর ২০২৪) শুক্রবার দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছেন। ওইদিন সকাল ৯.৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের শারীরিক অবস্থা সংকটপন্ন। তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তাই তিনি জরুরিভাবে দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে ।
হাসিনা বিরোধী জনমত তৈরি করেছিলেন নির্ভিক সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তার লিখনিতে হাসিনা সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি কথা উঠেছে এসে ছিল। তার ফলশ্রুতিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা দায়ের করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়ায় আদালত চত্বরে তার উপর হামলা হয়।