নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম জানিয়েছেন, গত ৫১ দিনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ৬৫ হাজার সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছেন ইসি। তিনি জানান, গত ৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়।
আজ (২৬ সেপ্টেম্বর) ইসির দপ্তরে ৪ লাখ ৭০ হাজার আবেদন জমে আছে বলে ইসির এনআইডি অনুবিভাগ সূত্রে জানানো হয়েছে।
ইসির সচিব শফিউল আজিম জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা সেবা সহজ করার উদ্যোগ নিয়েছি। নাগরিকদের এনআইডি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমি নিজেই এজন্য মাঠ প্রশাসনের সঙ্গে একাধিকবার জুম মিটিং করেছি। এনআইডি সেবাকে ত্বরান্বিত করতে মাঠ পর্যায় থেকে তথ্য নেয়া হয়েছে। আমাদের কার্যক্রমের স্বচ্ছতার জন্য এনআইডি সংশোধনের সর্বশেষ অবস্থান জানাতে তথ্য প্রকাশ করেছি। আমরা দ্রুত আবেদন নিষ্পত্তি করার উদ্যোগ নেবো।
তিনি আরও বলেন, এনআইডি সংশোধন যাতে দ্রুততম সময়ে শেষ করা সম্ভব হয় সে জন্য আমরা মাঠ (উপজেলা-জেলা) পর্যায়ের সার্ভারের সঙ্গে কেন্দ্রিয় সার্ভারের সংযুক্তি করা হয়েছে। প্রতিদিন কত আবেদন জমা পড়ছে, কত নিষ্পত্তি করা হচ্ছে তা জানাতে বলা হয়েছে। সারা দেশে ডাটাবেইজ মনিটরিং করা হচ্ছে।