১৯৭৭ সালের সাধারণ নির্বাচনের পর শ্রীলঙ্কার প্রথম নির্বাহী রাষ্ট্রপতি জেআর জয়বর্ধনে সংসদ প্রথমবারের মতো, সদস্যদের জন্য চালু করেণ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। যেটি আর থাকছে না বলে জানা গেছে। শ্রীলঙ্কার রাজনৈতিক সূত্র জানিয়েছে, দেশটির বর্তমান সংসদ সদস্যদের এই বিশেষ সুবিধা আর দেয়া হবে না।
সংসদ ভেঙে দেয়ার আগ মুহূর্তে শুল্কমুক্ত গাড়ি অনুমোদনের বিষয়ে কিছু প্রশ্ন উঠলে ‘দ্য আইল্যান্ড’ পত্রিকা এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চায়।
প্রশ্নের জবাবে সোমবার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েক নিশ্চিত করেন, এক-দুই দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেয়া হবে।