বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের ৩ টি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গতকাল (২৪ সেপ্টেম্বর)মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম.আবু ফয়েজ ও সদস্য সচিব মো: বিল্লাল হোসেন বিপ্লব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ইউনিট সমূহের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত ইউনিট সমূহ হল -
১। সেন্ট্রাল ল কলেজ শাখা
২। বঙ্গবন্ধু ল কলেজ শাখা
৩। মেট্রোপলিস ল কলেজ শাখা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শীঘ্রই উক্ত ইউনিটগুলোর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।