লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনী চালানো এই হামলায় দেশটিতে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৭৪ জন। আর আহতের সংখ্যা ১০২৪। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এই নারকীয় হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর প্রায় ৮০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করছেন, ইসরায়েলের জন্য সামনে কঠিন দিন রয়েছে।
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউএনআইএফআইএল সতর্ক করেছে, বেসামরিক জনগণের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
দক্ষিণ লেবাননের মানুষ জানিয়েছেন, তারা হিজবুল্লাহর ব্যবহৃত ভবন থেকে দূরে থাকার জন্য সতর্ক করে টেক্সট এবং ভয়েস মেসেজ পাচ্ছেন। লেবাননের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ওগেরো জানিয়েছে, তেমন ৮০ হাজারের বেশি ফোন সতর্কতা দিয়েছে ইসরায়েল।