জনগণের ভোটে ক্ষমতায় আসার সুযোগ পেলে প্রতিটি পরিবারকে “ফ্যামিলি কার্ড” দেবে বিএনপি।
আজ (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ বিএনপি’র স্মরণসভায় বক্তব্য রাখার সময় এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরিবারের মায়ের নামে বা পরিবারের গৃহিণীর নাম কার্ড হবে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায়ে প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কিছু অংশ সহযোগিতা করা হবে। যেন প্রতিটা পরিবার কিছুটা স্বস্তি পায় এবং টাকা জমানোর সুযোগ পান।
তিনি আরও বলেন, দেশে কত পরিবার আছে তা নির্ধারণ করে ‘রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড’ দেয়া হবে এবং পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চার জন বিবেচনায় তা বিতরণ করা হবে।
এটি কয়েক বছর চালু রাখতে পারলে গ্রামের মানুষ অনেকটাই স্বচ্ছলতায় উঠে আসার সুযোগ পাবে এবং রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী দেশের প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর ও সহযোগিতা করার চেষ্টা করবে।