শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন আশুলিয়ায় ৫০অধিক পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২টি কারখানা থেকে সোমবার এক ধাক্কায় ৫০ অধিক উন্নীত হওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে উৎপাদন ব্যবস্থা। শিল্পাঞ্চলে ১ হাজার ৮৬৩টি তৈরি পোশাক কারখানার মধ্য চলমান সংকটের আগে থেকেই বন্ধ ছিল ১৬৭টি কারখানা। নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ অধিক সহ ২১৯টি শিল্প কারখানা বন্ধ থাকায়, গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন তৈরি পোশাক শ্রমিকরা।
শ্রমিকরা জানান, বোনাস, টিফিন বিল, নাইট বিল বৃদ্ধি বাস্তবায়ন না হওয়ায় গতকাল রোববার বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেন। এরপর ছুটি ঘোষণা করার পর সোমবার থেকে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, অ্যাপারেল গ্যালারি লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়।