বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মন্তব্য করে বলেছেন, নির্বাচন আগামী ১৮ মাসের মধ্যে হওয়া উচিত।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আজ (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পাশে আমি আছি, থাকব। যা কিছুই হোক না কেন; যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।
তিনি আরো বলেন, আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে।