কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক  ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।

রোববার পদত্যাগপত্রটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বরাবর পাঠানো হয়।

উল্লেখ্য, কবি প্রাবন্ধিক আবদুল হাই শিকদার একসময় নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন।

এর আগে কবি নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি মন্ত্রণালয়।

১৯ সেপ্টেম্বর সহকারী সচিব লক্ষ্মী রানী ঘোষের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ১৩ জুন সংশোধন পূর্বক কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো।

যেখানে কাজী নজরুল ইসলামের নাতনী এবং সংগীত শিল্পী খিলখিল কাজীকে চেয়ারম্যান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *