বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী সমন্বয় পরিষদ ও আইন শিক্ষার্থীরা।
আজ ( ২২,সেপ্টেম্বর,২০২৪) রবিবার মৎস্যভবন বার কাউন্সিল ভবনের সামনে এক মহাসমাবেশ ঘোষণা দিয়েছে । এতে অংশ নেবে বিভিন্ন জেলা বারে কর্মরত শিক্ষানবিশ আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ আইন শিক্ষার্থী। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে কয়েক দফা দাবি তুলে ধরা হবে।
তাদের উল্লেখযোগ্য দাবির মধ্য রয়েছে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করার লিখিত পরীক্ষা পদ্ধতি বাতিল, এমসিকিউ পরীক্ষা ৪০ নম্বরের এবং একবার পাস করলে আর পরীক্ষা না দেওয়া। নেগেটিভ মার্কিং না থাকা, প্রতি বছর কমপক্ষে দুটি পরীক্ষা নেওয়া, আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা শুধু বার কাউন্সিলের অধীনে নেওয়া এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের সম্পৃক্ততা প্রত্যাহার। এছাড়া খাতা পুনঃনিরীক্ষার সুযোগ দেওয়া।