এবিএম সোহেল রশিদ একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তি, যিনি একাধারে কবি, লেখক, এবং অভিনেতা হিসেবে সুপরিচিত। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন এবং বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি সাহিত্যিক জগতে নিজের স্বকীয়তা প্রমাণ করেছেন।

তার লিখা কবিতা “সুবোধ, বসে থেকো না”। যা সাহিত্যচর্চা ও সৃষ্টিশীলতা অনন্য প্রতীক।

সুবোধ, বসে থেকো না
-এবিএম সোহেল রশিদ

কথা ছিল চৈত্রের খরতাপের পর আসবে বৈশাখ
পুরনো সব ঝেটিয়ে করব দূর
নতুন করে সাজাব মানচিত্র!
বিলুপ্ত হবে কালো, আসবে আলো।

কথা ছিল, খুলে দেব সবকটি জানালা
জাদুঘরে রাখব বৈষম্য!
মিটিয়ে ফেলব দূরত্ব! মাটিচাপা দেব নিপিড়ন।
নৈতিকতার পথে স্বাধীনভাবে চলবে প্রশাসন
ঘৃণিত হবে মব জাস্টিস! রুখে দেবে সব সুবোধ!

ফ্যাসিস্টদের জায়গা হবে আস্তাকুঁড়ে
প্রশ্রয় পাবে না কেউ, রাষ্ট্রীয় ছাতার নীচে।

কথাগুলো এখন বাজপাখি
নিজেকেই খুবলে খুবলে খাচ্ছে
র*ক্তা*ক্ত করছে পতাকা
বিশ্বাসের আকাশে জমেছে স্বেচ্ছাচারিতার মেঘ।

সুবোধ, বসে থেকো না! কথা বলো
পরিবর্তন কর সংস্কারের কৌশল
যার যা কাজ, তাকে তা করতে দাও
পড়াশোনায় মনোযোগী হও
কোনো বিশেষণ নয়, মেধাবী হোক একমাত্র পরিচয়।

সুবোধ, হেরে যাওয়া মানে, অস্তিত্বের লড়াই
এসো, চশমাটা খুলে দেশের পাশে দাঁড়াই
অর্জনের গৌরবে গড়ে তুলি বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *